Logo

আমির হামজাকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:৩৫
45Shares
আমির হামজাকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা বানোয়াট মন্তব্যের অভিযোগে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রশাসন, শিক্ষার্থী (বর্তমান ও সাবেক), অভিভাবক (বর্তমান ও অতীত) এবং বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট কমিউনিটির উদ্দেশে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে এ ক্ষমা চাইতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান রেজিস্ট্রি ডাকযোগে মুফতি আমির হামজার কুষ্টিয়ার ঠিকানায় ওই নোটিশ পাঠান।

বিজ্ঞাপন

নোটিশে মিথ্যা বক্তব্যসংবলিত ওই ভিডিও ক্লিপটি ইউটিউবসহ প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবিলম্বে সরাতে ব্যবস্থা নিতে মুফতি আমির হামজাকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে একটি লিখিত আবেদন করতেও বলা হয়েছে।

বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ ও ইউটিউব ভিডিওর বরাত দিয়ে নোটিশে বলা হয়, আমির হামজা নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করেছেন এবং আবাসিক হলে শিক্ষার্থীরা সকালে ‘মদ’ দিয়ে কুলি করেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটান—এমন মিথ্যা, অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেন। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে এক ধরণের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, আমির হামজার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিলেও মুফতি আমির হামজা কোনো ধরনের প্রতিবাদ জানাননি, অর্থাৎ তার বক্তব্য ইতোমধ্যে অসত্য ও মানহানিকর প্রতীয়মান হয়েছে।

বিজ্ঞাপন

সাবেক শিক্ষার্থী হিসেবে এ ধরনের বক্তব্যে নোটিশদাতার (শিহাব উদ্দিন খান) অনুভূতিতেও আঘাত লেগেছে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশের দাবি অনুসারে প্রতিকার না পেলে ফৌজদারি ও ক্ষতিপূরণ আদায়ের জন্য দেওয়ানি আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশদাতা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD