এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত এই আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। তারা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তদন্ত ও বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
বিজ্ঞাপন
দুদকের আবেদন বিবেচনা করে আদালত উল্লেখ করেন, আসামিদের গ্রেপ্তারের আর কোনো বিকল্প নেই। তাই আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হলো।
অভিযোগ অনুযায়ী, সাইফুল ইসলামসহ অভিযুক্তরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অবৈধ অর্থ বিদেশে পাচার করেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে।
দুদকের আইনজীবী জানান, আদালতের আদেশের পর আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতায় আসামিদের গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়া হবে।