চাঁদাবাজি মামলায় রাব্বিসহ চারজনের ২ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ চারজনকে চাঁদাবাজি মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আরেক আসামি শাহিন হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।
অন্য তিন আসামি হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর মোহাম্মদপুর থানার যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা আব্দুর রহমান মানিক, হাবিবুর রহমান ফরহাদ এবং মোহাম্মদ আবু সুফিয়ান।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাউসার আহমেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই নাজমুল ইসলাম আসামিদের সাত দিনের রিমান্ড চান। শুনানির পর আদালত চারজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং শাহিন হোসেনকে জেলগেটে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাতে শাহিন হোসেন তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে রাজধানীর বসিলা এলাকার সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। নরমাল ডেলিভারিতে একটি মৃত শিশু জন্ম নিলে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তোলেন এবং মামলা করার হুমকি দেন। পরে হাসপাতালের মালিকের ছেলে আবু সাঈদের কাছে আসামিরা দুই লাখ টাকা দাবি করে।
চাঁদা না দেওয়ায় আসামিরা হাসপাতালের সরঞ্জাম ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি করে। এছাড়া সাঈদকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ১ লাখ ২০ হাজার টাকা আদায় করে। পরবর্তীতে আরও টাকার জন্য চাপ দিলে ২৮ সেপ্টেম্বর রাতে ফের এসে এক লাখ টাকা আদায় করে। এসময় সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
বিজ্ঞাপন
প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তার দাবি, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য ও অন্য সহযোগীদের নাম উদঘাটন করা সম্ভব হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ মে ধানমন্ডিতে গোলাম মোস্তফার বাসা ঘেরাওয়ের ঘটনায়ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। তখন হান্নান মাসুদের মুচলেকায় রাব্বিসহ কয়েকজন ছাড়া পান।