Logo

আবারও জামিন পাননি লতিফ সিদ্দিকী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৫, ১৮:১৩
13Shares
আবারও জামিন পাননি লতিফ সিদ্দিকী
আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। ফাইল ছবি

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন আবারও খারিজ করেছেন আদালত। এর আগে সিএমএম আদালতে জামিন না মেলায় এবার মহানগর দায়রা জজ আদালতেও তার আবেদন নামঞ্জুর হলো।

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরিন মুন জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন খারিজ করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন) ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম ওরফে বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী এবং আব্দুল্লাহীল কাইয়ুম।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD