শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবার গুমের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রথমবারের মতো গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি অভিযোগের একটিতে শেখ হাসিনাসহ ১৭ জন এবং অন্যটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম এই ফরমাল চার্জ দাখিল করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন (এম এইচ) তামীম।
তিনি জানান, আজ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুটি এবং জুলাই আন্দোলনে গুলি চালানোর অভিযোগে বিজিবির কর্মকর্তাদের বিরুদ্ধে একটি—মোট তিনটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।
বিজ্ঞাপন
দাখিল করা অভিযোগগুলো হলো—
১. গুমের (টিএফআই) ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।
২. গুমের (জেআইসি) ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।
বিজ্ঞাপন
৩. জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ।
এর আগে, গত ৬ অক্টোবর চিফ প্রসিকিউটর জানান, “খুব শিগগিরই এই সপ্তাহের মধ্যেই অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।”
তদন্ত শেষ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “গুমের মামলা অনেকগুলো। সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটির তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই দাখিল হবে। মামলাগুলো জটিল হওয়ায় খুঁটিনাটি বিষয় যাচাই করা হচ্ছে। তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই পাওয়া যাবে।”