Logo

বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ১২:২৪
19Shares
বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা
শেখ হাসিনা | ছবি: সংগৃহীত

গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ডিজিএফআই প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং দায়িত্বপ্রাপ্ত ১২টি সামরিক ও প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, বুধবার বিকেলেই পরোয়ানাগুলো পাঠানো হয়।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “দুটি মামলার ৩০ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই পরোয়ানাগুলো আইন অনুযায়ী আইজিপি ও ১২টি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।”

বিজ্ঞাপন

পাঠানো দপ্তরগুলোর মধ্যে রয়েছে- চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, এডজুট্যান্ট জেনারেল (আর্মি হেডকোয়ার্টার), ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার (আর্মড ফোর্সেস ডিভিশন), প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট, কমান্ড্যান্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল এবং সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)।

এর আগে বুধবার (৮ অক্টোবর) টিএফআই সেলে সংঘটিত গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জন এবং জেআইসি সেলের আরেক মামলায় ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১। সেদিনই দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।

বিজ্ঞাপন

অভিযোগপত্রে সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও ডিজিএফআইয়ের পাঁচজন সাবেক মহাপরিচালকের নাম রয়েছে। জানা গেছে, তাদের মধ্যে অনেকে এখনও বিভিন্ন বাহিনীতে কর্মরত আছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বলা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর থেকে তারা আর কোনো সরকারি বা সামরিক দায়িত্বে থাকতে পারবেন না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD