Logo

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের মুক্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ১৮:১৩
65Shares
ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের মুক্তি
প্রতীকী ছবি

ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের করা সব মামলা বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন করা হয়, যার মাধ্যমে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা ও রায় কার্যকরভাবে বাতিল করা হয়েছে।

বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, “ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। এর ফলে এই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত ব্যক্তিরা মুক্তি পেয়েছেন।”

বিজ্ঞাপন

সংশোধিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ এবং ওই ধারাগুলোর অধীনে হওয়া অপরাধে সহায়তার অভিযোগে আদালত, ট্রাইব্যুনাল বা পুলিশের কাছে চলমান সব মামলা ও তদন্ত বাতিল করা হবে। একই সঙ্গে এসব মামলায় প্রদত্ত দণ্ড ও জরিমানাও বাতিল হিসেবে গণ্য হবে।

এর পাশাপাশি বৈঠকে ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ আরও দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই অধ্যাদেশগুলোর মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য, অনলাইন ডাটা ও সাইবার কার্যক্রম আরও সুরক্ষিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের মতে, এটি হবে দেশের ডিজিটাল প্রশাসন ও নাগরিক অধিকার সুরক্ষায় নতুন এক মাইলফলক।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD