Logo

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ২০:৩৬
42Shares
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
অধ্যাপক ড. সি আর আবরার | ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই নোটিশ পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনকে।

বিজ্ঞাপন

নোটিশে গত ৬ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন সচিব এবং বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও এই নোটিশে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

পিআরএলে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সারউজ্জামান। তিনি শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আইনগত প্রক্রিয়া অনুযায়ী এই নোটিশ প্রেরণ করেন।

এর আগে গত ৬ অক্টোবর মাউশির মহাপরিচালক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রার্থীকে হতে হবে সৎ, দায়িত্বশীল, প্রশাসনিক কাজে দক্ষ এবং শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ।

বিজ্ঞাপন

নোটিশদাতার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী হয়নি। তাই এটি প্রত্যাহার করে নতুনভাবে প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD