Logo

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ১৪:৪৫
62Shares
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
ফাইল ছবি।

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চরম দণ্ডের আবেদন করেছে।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবেদন করেন।

তিনি জানান, ওই আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছেন। একজন মানুষ হত্যার জন্য যেমন মৃত্যুদণ্ড দেওয়া হয়, তেমনভাবে ১,৪০০ হত্যার দায়ে শেখ হাসিনাকে একাধিকবার দণ্ড দেওয়া সম্ভব না হলেও মানবতাবিরোধী অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। এছাড়া নিহত ও আহতদের পরিবারের ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পদ থেকে অর্থ আদায়ের প্রস্তাবও করা হয়েছে।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান কামালকে নিয়ে প্রসিকিউটর বলেন, তিনি ‘গ্যাং অব ফোর’-এর সদস্য ছিলেন এবং হত্যাকাণ্ডের পরিকল্পনা ও তদারকি করেছেন। তবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবে।

মামলার প্রসিকিউশনের যুক্তিতর্ক গত পাঁচ দিনে উপস্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন তথ্যচিত্র, ফোনালাপ এবং সাক্ষীদের বর্ণনা তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। মামলায় মোট ৮১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। মামলার চার্জশিট মোট ৮,৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র, জব্দতালিকা ও শহীদদের তালিকা রয়েছে।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD