শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার সময় বেঁধে দিল ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের তদন্ত আগামী ৮ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) সকালে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশেষজ্ঞ জুনায়েদ আহমেদ পলক, শিক্ষা মন্ত্রী দীপু মনি, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সচিব ও সাবেক সাংসদসহ মোট ৪৫ জন আসামিকে।
আরও পড়ুন: শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
এদিন আদালত আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের ঘনিষ্ঠ শীর্ষ আসামিদের সরাসরি এজলাসে না তুলে খাস কামরায় থেকেই তাদের বিরুদ্ধে তদন্ত দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। ট্রাইব্যুনাল জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে হবে।
বিজ্ঞাপন
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ দিন শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
মঙ্গলবারের শুনানিতে দালিলিক প্রমাণ হিসেবে ‘প্লেস অব অকরেন্স’, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম আদালতের সামনে উপস্থাপন করা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করে।
বিজ্ঞাপন
এছাড়া, আশুলিয়া মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণও একযোগে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ।