Logo

ক্যাসিনো সম্রাট ইসমাইল চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ১৬:০০
29Shares
ক্যাসিনো সম্রাট ইসমাইল চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড
ফাইল ছবি

ক্যাসিনো-কাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী, খ্যাতি সম্রাট, অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

এর আগে, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‍্যাব সম্রাটকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর কাকরাইল কার্যালয়ে অভিযান চালানো হলে তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড প্রদান করে।

বিজ্ঞাপন

পরদিন, ৭ অক্টোবর, র‍্যাব-১-এর পক্ষ থেকে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। ১৬ জানুয়ারি, অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হলেও সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এদিকে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা আরেকটি মামলায় ২৬ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই মামলা ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সিআইডি রমনা মডেল থানায় দায়ের করে।

বিজ্ঞাপন

রায় ঘোষণার পর আইন বিশ্লেষকরা বলছেন, এই মামলার যাবজ্জীবন কারাদণ্ড সম্রাটের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার সঙ্গে মিলিয়ে বিচারিক প্রক্রিয়াকে শক্তিশালী করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD