Logo

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ নিয়োগ পেলেন ১০৮ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৫, ১৬:৪২
ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ নিয়োগ পেলেন ১০৮ জন
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের ৪১ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৬৭ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) এই নিয়োগ নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।

নিয়োগপ্রাপ্ত এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করছেন। এখন থেকে তারা রাষ্ট্রপক্ষের হয়ে দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ মামলায় সরকারকে প্রতিনিধিত্ব করবেন।

বিজ্ঞাপন

আইন বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই নিয়োগের মাধ্যমে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী এবং কার্যকর হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের ভূমিকা বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনগত রক্ষণশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD