Logo

অবশেষে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১১:৫৫
23Shares
অবশেষে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি বিভাগীয় বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।

এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ মোট ১৬ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম।

বিজ্ঞাপন

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- অধ্যাপক কার্জন, আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), জাকির হোসেন (৭৪), তৌছিফুল বারী খাঁন (৭২), আমির হোসেন সুমন (৩৭), আল আমিন (৪০), নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকার রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের ব্যানারে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে আব্দুল লতিফ সিদ্দিকী বর্তমান অন্তর্বর্তী সরকারকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উৎখাতের আহ্বান জানান এবং অন্যদেরও তাতে উৎসাহিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ৭০ থেকে ৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে পুলিশ আটক করে। পরে জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, ৫ আগস্ট আত্মপ্রকাশ করা সংগঠন ‘মঞ্চ ৭১’ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কাজ করার কথা বললেও বাস্তবে তারা সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে তদন্তে উঠে এসেছে।

তবে জামিনের পর লতিফ সিদ্দিকীর আইনজীবীরা আশা প্রকাশ করেছেন যে, আদালতে অভিযোগের সত্যতা প্রমাণ করা সম্ভব হবে না এবং তিনি ন্যায়বিচার পাবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD