Logo

৫ মামলায় হাইকোর্টে জামিন পেয়েছে সাবেক মেয়র আইভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১৩:২৫
85Shares
৫ মামলায় হাইকোর্টে জামিন পেয়েছে সাবেক মেয়র আইভী
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ মোট ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টে জামিন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এর আগে, আইভীকে গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রথমে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এরপর ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনবার নির্বাচনে টানা জয়ী হন। এই মামলাগুলো মূলত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD