Logo

হাসিনা-কাদেরসহ আ. লীগের ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ১৩:৩৮
38Shares
হাসিনা-কাদেরসহ আ. লীগের ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের সময় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫৪৯ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি জানান, তদন্তকারী কর্মকর্তা তিনটি হত্যা মামলায় চার্জশিট জমা দিয়েছেন। তবে এখনো ম্যাজিস্ট্রেট সেটি গ্রহণ করেননি। আসামিদের জামিন আবেদন শুনানির জন্য আজ চার্জশিট জজ আদালতে রয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ‘হুকুমের আসামি’ করা হয়েছে। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর থানার পুলিশ আদালতে অভিযোগপত্রগুলো জমা দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, তিনটি মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তারা আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। রঞ্জু হত্যা মামলায় ১৯৫ জন, সুমন হত্যা মামলায় ১৭৬ জন এবং লতিফ হত্যা মামলায় ১৭৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সিরাজগঞ্জ আদালতের পরিদর্শক মো. রওশন ইয়াজদানী জানান, অভিযোগপত্রগুলো আদালতে জমা দেওয়া হলেও বিচারক এখনো তাতে স্বাক্ষর দেননি। স্বাক্ষরের পরই তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে এবং পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় সিরাজগঞ্জ শহরে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সোহানুর রহমান খান ওরফে রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ এবং ছাত্রদল কর্মী সুমন শেখ।

বিজ্ঞাপন

এই ঘটনায় ২২ আগস্ট নিহতদের পরিবারের সদস্যরা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় ১৫০ থেকে ১৬০ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়, এছাড়া ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

তিনটি মামলার অভিযোগপত্রেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আরও আছেন সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও হাবিবে মিল্লাত, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD