Logo

হাইকোর্টে ২২ বিচারপতির স্থায়ী নিয়োগ, বাদ নিতাই রায়ের ছেলে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৫, ১৯:৩৮
67Shares
হাইকোর্টে ২২ বিচারপতির স্থায়ী নিয়োগ, বাদ নিতাই রায়ের ছেলে
ছবি: সংগৃহীত

সরকার হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে। তবে এই স্থায়ী নিয়োগে বাদ পড়েছে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায় চৌধুরীর নাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত ২২ জন অতিরিক্ত বিচারকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।’

বিজ্ঞাপন

নিযুক্ত ২২ জন হলেন- বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মোঃ মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মোঃ যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মোঃ আবদুল মান্নান, তামান্না রহমান খালিদী, মোঃ শফিউল আলম মাহমুদ, মোঃ হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথীকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মোঃ তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মোঃ সগীর হোসেন এবং শিকদার মাহমুদুর রাজী।

এ ঘটনায় উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্টের ২৩ জন অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের সময় বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায় চৌধুরীর নামও ছিল।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD