Logo

২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১৮:৫৮
26Shares
২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানায় স্ত্রী রিয়া মনির দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদানের মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার এজলাসে বিকেল ৪টা ১০ মিনিটে হাজির করা হয় হিরো আলমকে। তার আইনজীবীরা জামিনের আবেদন করেন, তবে বাদীপক্ষের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত ২০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুযায়ী শনিবার সকালে তাকে হাতিরঝিল থানার পুলিশ গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ অনুযায়ী, হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে সম্প্রতি মনোমালিন্য দেখা দেয়। অভিযোগ, হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করেন। এরপর ২১ জুন হাতিরঝিল থানাধীন একটি বাড়িতে বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার সময় হিরো আলম ও তার সহযোগীরা বাদী ও তার পরিবারের সদস্যদের গালাগাল করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। এ ঘটনায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয় এবং তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করা হয়।

বিজ্ঞাপন

হাতিরঝিল থানায় ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। শনিবার আদালতে জামিন পেয়ে মুক্তি পান হিরো আলম।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD