Logo

২৬ টুকরা লাশ মামলায় দুই আসামির ৫ দিনের রিমান্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ২০:৪০
২৬ টুকরা লাশ মামলায় দুই আসামির ৫ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

ঢাকার হাইকোর্টের সামনে দুটি প্লাস্টিক ড্রামের মধ্যে থেকে উদ্ধার হওয়া রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা লাশের মামলায় প্রধান সন্দেহভাজন জারেজুল ইসলাম ওরফে জরেজ এবং শমীমা আক্তারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।

শুনানিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিচারক তাদের কাছে কিছু বলার আছে কি না জানতে চাইলে তারা বলেন, কিছু বলার নেই।

বিজ্ঞাপন

ঘটনার পটভূমি অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি নীল ড্রাম থেকে ২৬ খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। প্রথমে লাশের পরিচয় জানা না গেলেও আঙুলের ছাপ যাচাই করে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজ থেকে তা শনাক্ত করা হয়। পরে নিশ্চিত হয়, লাশটি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আশরাফুল হকের।

এই ঘটনার পর শুক্রবার শাহবাগ থানায় আশরাফুলের বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ ও তদন্ত সংস্থা মামলার খতিয়ান তৈরি করে হত্যাকারী ও এর সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD