Logo

স্বাধীনতার ৫৪ বছরে কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি, বন্দি নারী ৯৪

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১২:২৬
30Shares
স্বাধীনতার ৫৪ বছরে কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি, বন্দি নারী ৯৪
ছবি: সংগৃহীত

বাংলাদেশে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তবে স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এখনও কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি। কারা সূত্রে জানা গেছে, দেশে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দির সংখ্যা দুই হাজার ৫৯৪, যাদের মধ্যে নারী ৯৪ জন। বাকিরা পুরুষ।

বিজ্ঞাপন

সোমবার রাতে সমকালকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, অনেকে মনে করেন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখা হয়। আমরা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের সেলে রাখি। কোনো সেলে একজন থাকেন, আবার কোনো সেলে একাধিক বন্দি থাকতে পারে। তবে দেশে এখনও কোনো নারী আসামির ফাঁসির দণ্ড কার্যকর হয়নি।

কারা সূত্র বলছে, দেশে বর্তমানে ৮২ হাজার বন্দি আছে। মোট ১৪টি কেন্দ্রীয় কারাগার ও ৬০টি জেলা কারাগার রয়েছে। এসব কারাগারের ধারণক্ষমতা ৪২ হাজার ৮৭৭ জন, অর্থাৎ বাস্তবতা অনুযায়ী বন্দিদের সংখ্যা ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ।

বিজ্ঞাপন

সাবেক ডিআইজি (প্রিজন্স) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী বলেন, অনেকে মনে করেন, নারীদের ফাঁসি দেওয়া হয় না। আসলে বিষয়টি তা নয়। আইনের কোথাও বলা নেই নারীর ফাঁসি কার্যকর করা যাবে না। মৃত্যুদণ্ড কার্যকরের জন্য অবশ্যই বেশ কয়েকটি আইনি ধাপ অতিক্রম করতে হয়। তবে এখনও কোনো নারী সব ধাপ অতিক্রম করে মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। এজন্য অনেক নারী বছরের পর বছর কারাগারে থাকলেও ফাঁসি কার্যকর হয়নি।

তিনি আরও বলেন, আগে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তদের সেলের বাইরে বের হওয়া অনুমোদিত হতো না, এবং কারারক্ষীদের প্রহরায় স্বজনরা সীমিত সংখ্যায় সাক্ষাৎ করতে পারতেন। পরে এই নিয়মে পরিবর্তন আনা হয়, এখন আত্মীয়রা অন্যান্য বন্দিদের মতো সাক্ষাৎ করতে পারেন।

শামসুল হায়দার সিদ্দিকী আরও উল্লেখ করেন, কারাগারের নিয়ম-প্রথা নিয়ে বাইরের মানুষের মধ্যে নানা মিথ আছে। যেমন কেউ মনে করে রমজানে ফাঁসি কার্যকর হয় না। আইনে এমন কিছু নেই। তবে সাধারণ মুসলিম দেশ হিসেবে রমজানে কারও ফাঁসি সাধারণত কার্যকর করা হয় না।

বিজ্ঞাপন

কারাগারের আরও এক কর্মকর্তা জানান, বর্তমানে ৯৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী কয়েদির মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। সেখানে ৫৪ জন নারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত অবস্থায় বন্দি রয়েছেন।

এ তথ্য থেকে স্পষ্ট, বাংলাদেশের কারাগারে নারীদের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে এখনও কোনো বাস্তব উদাহরণ নেই, যদিও আইনি ব্যবস্থায় তা সম্ভব।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD