Logo

ট্রাইব্যুনাল এলাকায় আজও কড়া নিরাপত্তা, সেনা-বিজিবি মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১২:৩৭
24Shares
ট্রাইব্যুনাল এলাকায় আজও কড়া নিরাপত্তা, সেনা-বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু আজও সেনা ও বিজিবি দ্বারা ঘিরে রাখা হয়েছে ট্রাইব্যুনাল এলাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ঘিরে দায়িত্বরত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখছেন। কড়া নিরাপত্তা হিসেবে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অবস্থান নিয়েছেন। পথচারী, সাংবাদিক ও আইনজীবীদের পরিচয় যাচাইয়ের পরে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ট্রাইব্যুনালের আশেপাশের সাধারণ চলাচলেও নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, রায় ঘোষণার পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের চেয়ারম্যান ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। একই রায়ে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন-কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ ছিল। তবে রায়ে দুটি অভিযোগের মধ্যে ছয়টি ঘটনা তুলে ধরা হয়েছে।

প্রথম অভিযোগের তিনটি ঘটনা- ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উসকানিমূলক বক্তব্য দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের ফাঁসির জন্য নির্দেশ দেওয়া। রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা করা।

বিজ্ঞাপন

দ্বিতীয় অভিযোগের তিনটি ঘটনা- ২০২৪ সালের ১৮ জুলাই শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু-এর ফোনালাপ। এতে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় ও হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দেওয়া হয়। একই বছরের ৫ আগস্ট চানখারপুলে ছয়জন আন্দোলনকারীকে হত্যা করা। ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীর লাশ পুড়িয়ে দেওয়া।

রায়ে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনাল এলাকা ও প্রাঙ্গণে এ ধরনের কড়া নিরাপত্তা ব্যবস্থা মূলত রায় ঘোষণার প্রভাব ও জনসচেতনতা বিবেচনায় নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য দিনভর দায়িত্বে থাকবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD