Logo

হাসিনা-কামালকে দেশে ফেরাতে ইন্টারপোল রেড নোটিশের প্রক্রিয়া শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১৮:৪৬
22Shares
হাসিনা-কামালকে দেশে ফেরাতে ইন্টারপোল রেড নোটিশের প্রক্রিয়া শুরু
ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রসিকিউটর জানান, মৃত্যুদণ্ডের রায়ের কপি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এবং মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াও চলছে। এসব নথি কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে পাঠানোর কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল বিভাগে আপিল করা উচিত। নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল না করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ডাদেশ সম্পর্কিত তথ্য জানানো হবে এবং রেড নোটিশ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD