Logo

কে এই হাসিনার ফাঁসির রায় ঘোষণাকারী বিচারক গোলাম মর্তুজা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১২:২২
81Shares
কে এই হাসিনার ফাঁসির রায় ঘোষণাকারী বিচারক গোলাম মর্তুজা
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার। তিন সদস্যের ট্রাইব্যুনাল-একের নেতৃত্বে এই রায় ঘোষণার দায়িত্ব পালন করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির সন্তান। তার জন্ম ১৯৬০ সালের ১৫ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ও এলএলএম পাশ করেন এবং ১৯৮২ সালে বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হন। ২০ এপ্রিল ১৯৯৩ সালে বিচারিক চাকরিতে যোগদানের পর দীর্ঘ ১৯ বছর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১৪ জানুয়ারি তিনি জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন।

গত ৮ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে নিয়োগ পান। তার নেতৃত্বে আইসিটি পুনর্গঠন করা হয়, যেখানে হাইকোর্টের দুই বিচারপতি ও একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার কার্যক্রম পরিচালনার জন্য।

বিজ্ঞাপন

আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। তার নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক রবিবার ১৭ নভেম্বর বেলা পৌনে তিনটার দিকে রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড, আর দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

রায় ৪৫৩ পৃষ্ঠার একটি নথিতে ছয় ভাগে বিভক্ত ছিল। বিচারক দুপুর ১২টা ৩৪ মিনিটে রায়ের সংক্ষিপ্ত অংশ পাঠ শুরু করেন এবং পৌনে তিনটা পর্যন্ত তা পাঠ করেন। এই রায়ের মাধ্যমে মামলার ফলাফল চূড়ান্ত রূপ পায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD