Logo

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জের আপিল শুনানি শেষ, আদেশ আগামীকাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩
55Shares
অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জের আপিল শুনানি শেষ, আদেশ আগামীকাল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিলের শুনানি বুধবার (৩ ডিসেম্বর) শেষ হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ ৭ সদস্যের বেঞ্চ আগামীকাল এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ দেবেন। বেঞ্চের নেতৃত্ব দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং একজন আইনজীবী অংশ নেন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, রিটটি ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে দায়ের করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হয়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে, রিটকারী পক্ষের আইনজীবীরা যুক্তি দেন, গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা সম্ভব। তাদের মতে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে থাকায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সের বিষয়ে মতামত প্রদানের সুযোগ পাননি। এ প্রক্রিয়ায় সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়নি।

তবে রিটকারী পক্ষের এই যুক্তি হাইকোর্ট আগেও খারিজ করে দিয়েছে। গত বছরের ডিসেম্বরে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ রিটটি দায়ের করেছিলেন। হাইকোর্ট রিটটি অবৈধ হিসেবে বাতিল করেন।

বিজ্ঞাপন

আজকের শুনানি শেষে আপিল বিভাগ আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। আপিল বিভাগের আদেশের মাধ্যমে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা সংক্রান্ত এই বিতর্কে নতুন মোড় আসতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD