Logo

জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ট্রাইব্যুনাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:২৫
12Shares
জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ট্রাইব্যুনাল
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

একই সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত দেন। পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আদালতে উপস্থাপন করা হয়, যা মঞ্জুর করা হয়েছে। এদিন ট্রাইব্যুনালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ জমা দেওয়া হয়।

প্রসিকিউটর তামিম বলেন, গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আজ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি বিচারিক প্রক্রিয়া শুরু করেছে।

উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে সাধারণ জনগণকে যোগাযোগহীন রাখা হয়েছিল এবং সেই সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD