সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের জন্য প্রতিষ্ঠিত পৃথক সচিবালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন–৪ এর সামনে উদ্বোধনী ফলক উন্মোচন করে তিনি সচিবালয়ের কার্যক্রমের যাত্রা শুরু ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আপিল বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং কয়েক দেশের রাষ্ট্রদূত।
উদ্বোধন শেষে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা ও শক্তিশালী করতে ভবিষ্যত সরকারের সহযোগিতা অপরিহার্য। স্বাধীন বিচার বিভাগের সফলতা ও ব্যর্থতা—দুটিই গ্রহণ করতে হবে, কারণ এটিই গণতান্ত্রিক ব্যবস্থার অংশ।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সম্ভব হয়েছে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই।
আইন উপদেষ্টা তার বক্তব্যে বলেন, এই সচিবালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিচার বিভাগ এখন রাজনৈতিক প্রভাবমুক্তভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে।
এর আগে ৩০ নভেম্বর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করার মাধ্যমে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক করা হয়। নতুন এই সচিবালয় আদালতের প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করার সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।








