Logo

গুম-নির্যাতন ঘটেছে কি না, জানেন না শেখ হাসিনা: আমির হোসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৮
9Shares
গুম-নির্যাতন ঘটেছে কি না, জানেন না শেখ হাসিনা: আমির হোসেন
ছবি: সংগৃহীত

দেশে কোনো মানুষ গুমের শিকার হয়েছে কি না, তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন না—এমন দাবি করেছেন তার পক্ষে নিযুক্ত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) টিএফআই সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরমাল চার্জ থেকে শেখ হাসিনার অব্যাহতি চেয়ে করা শুনানিতে এই দাবি উত্থাপিত হয়। মামলায় হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। ট্রাইব্যুনাল-১ আগামী ২১ ডিসেম্বর এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছেন।

শুনানিতে আমির হোসেন বলেন, প্রসিকিউশনের বক্তব্য হলো, তিনি (শেখ হাসিনা) সব অপরাধের মূল—সব গুম ও অপহরণের সূতিকাগার। তবে কোনো অভিযোগের লিখিত প্রমাণ তারা দেখাতে পারেনি। আমার মক্কেল কোনো গুম বা অপহরণের নির্দেশ দেননি। দেশেই কোনো গুম ঘটেছে কি না, তা তিনি জানতেন না।

বিজ্ঞাপন

আইনজীবী আরও যোগ করেন, একটি দেশে বহু অপরাধ বা ঘটনা ঘটে। সবকিছু প্রধানমন্ত্রীর নজরে থাকে না। তাছাড়া, এসব ঘটনার কোনো প্রমাণ নেই, সবই প্রোপাগান্ডা। প্রসিকিউশন কোনো লিখিত দলিল দেখাতে পারেনি। অতএব, আমার মক্কেল এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি পাবেন।

ট্রাইব্যুনাল এই সময় চিফ এক্সিকিউটিভ হিসেবে শেখ হাসিনা দায় এড়াতে পারবেন কি না, তা যাচাই করতে চাইছেন। মামলায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও অভিযুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ ও শুনানি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

শুনানির পর ট্রাইব্যুনালকে জানানো হয়েছে, রাষ্ট্রনেত্রী হিসেবে শেখ হাসিনার সব অপরাধের জন্য দায়ী করা যুক্তিসঙ্গত নয়, কারণ কোনো গুম বা অপহরণের কার্যক্রমে তার প্রত্যক্ষ নির্দেশনা বা জ্ঞান প্রমাণিত হয়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD