Logo

হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নানের ৩ দিনের রিমান্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৭
12Shares
হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নানের ৩ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

পল্টন থানার জিডি মূলে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন পল্টন থানার উপ-পুলিশ পরিদর্শক সামিম হাসান। পরে আরেকটি আবেদনে চারটি কারণ উল্লেখ করে তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রার্থনা করা হয়। তবে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সাথে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাত পরিচয়ের পলাতক আসামিদের নাম, ঠিকানা ও অবস্থান সংগ্রহ, মূল রহস্য উদঘাটন ও তথ্য ও অর্থ সম্পর্কিত প্রবাহ নির্ণয় এবং কোথা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ হয়েছে তার উৎস জানা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, হান্নানকে র‍্যাব-২ আটক করে পল্টন মডেল থানায় সোপর্দ করেন। গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট ঢাকা-৮ এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে দুই অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসী মোটরসাইকেল চালিয়ে গুলি করে। হামলায় হাদি গুরুতর আহত হন এবং বর্তমানে মুমূর্ষু অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, হাদি ও তার সঙ্গী ব্যাটারি চালিত অটোরিকশা যোগে যাচ্ছিলেন, তখন দুই সন্ত্রাসী মোটরসাইকেলে এসে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করেন।

বিজ্ঞাপন

ভিডিও ফুটেজ ও বিআরটিএর যাচাইয়ের মাধ্যমে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান হিসেবে শনাক্ত হন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আদালত শুনানি শেষে তাকে উল্লিখিত ঘটনায় জড়িত সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD