Logo

একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে রিট শুনতে অপারগতা হাইকোর্টের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৬, ১৪:০৪
একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে রিট শুনতে অপারগতা হাইকোর্টের
ছবি: সংগৃহীত

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার (৭ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত জানান।

বিজ্ঞাপন

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন। পরবর্তীতে তিনি একই আবেদন বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন আরেকটি হাইকোর্ট বেঞ্চে দাখিল করেছেন।

এর আগে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। রিটে গত ১১ ডিসেম্বর জারি করা একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনসংক্রান্ত তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।

বিজ্ঞাপন

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে ঘোষিত তফসিল সংবিধানসম্মত নয় এবং তা কার্যকর হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যাহত হতে পারে।

শুনানিতে আইনজীবী ইউনুছ আলী আকন্দ যুক্তি তুলে ধরে বলেন, সংবিধানে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ নামে কোনো ব্যবস্থার উল্লেখ নেই। এ ধরনের সরকারের অধীনে নির্বাচন আয়োজন সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। দেশে নির্বাচন হতে পারে কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের অধীনেই।

বিজ্ঞাপন

এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের জন্য এখন সংশ্লিষ্ট বেঞ্চের কার্যক্রমের অপেক্ষায় রয়েছে রিট আবেদনটি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD