Logo

মমতাজ বেগমের তিন বাড়িসহ জমি জব্দের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৯:১৫
মমতাজ বেগমের তিন বাড়িসহ জমি জব্দের নির্দেশ
মমতাজ বেগম | ফাইল ছবি

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তিনটি বাড়ি এবং ৪৭৪ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

আদালতের সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন, জব্দের মধ্যে রয়েছে রাজধানীর ডিওএইচএসে অবস্থিত একটি বাড়ি এবং মানিকগঞ্জে অবস্থিত দুটি বাড়ি। এছাড়া ঢাকা ও মানিকগঞ্জে থাকা মোট ৪৭৪ শতাংশ জমি জব্দের আওতায় এসেছে।

বিজ্ঞাপন

বর্তমানে মমতাজ বেগম কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। পাশাপাশি দুদক তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্ত করছে।

দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক আদালতে আবেদন করেন, মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান মানিলন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও সম্পত্তির অব্যাহত নিরাপত্তা নিশ্চিত করতে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD