৪০২ দিন পর মাঠে ফিরলেন মাশরাফি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৪০২ দিন পর মাঠে ফিরলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক: পেরিয়ে গেছে গোটা একটি বছর। কোনো ধরনের ম্যাচ খেলতে নামা হয়নি মাশরাফি বিন মুর্তজার। রাজনৈতিক ব্যস্ততা আর ফিটনেস সমস্যায় খেলা হয়নি। তবে সবকিছু পিছনে ফেলে ৪০২ দিন পর আবারও ফিরলেন মাঠের ক্রিকেটে।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মিনিস্টার ঢাকার হয়ে নিজেদের চতুর্থ ও টুর্নামেন্টের সপ্তম ম্যাচ দিয়ে মাঠের খেলায় ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিলেট সানরাইজার্সের বিপক্ষে ঢাকার একাদশের হয়ে খেলছেন তিনি।

তবে টস-ভাগ্য অবশ্য দলটির সঙ্গ দেয়নি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হেরেছেন টসে। সিলেট সানরাইজার্স অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত টসে জিতেই নিয়েছেন ফিল্ডিং করার সিদ্ধান্ত।

সিলেট সানরাইজার্স একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুক্তার আলি, তাসকিন আহমেদ, লিন্ডল সিমনস, রবি বোপারা ও কলিন ইনগ্রাম।

মিনিস্টার ঢাকা একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, নাইম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম চৌধুরী, ইসুরু উদানা, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, হাসান মুরাদ।

ওআ/