বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন হবে: পলক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন হবে: পলক

“দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। সৃজনশীল প্রতিভার অধিকারী শেখ কামালের অবদান ও স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

শুক্রবার (৫ আগস্ট) আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সংসদ সদস্যদের মাঝে ক্যারাম বোর্ড বিতরণ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য অসম ফিরোজ, ময়মনসিংহ ৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য ছোট মনিরসহ অনেকে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “শেখ কামাল যে বয়সে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে আধুনিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখেছিলেন, ঠিক সেই বয়সের ছেলে-মেয়েরাই এসএসসি-এইচএসসি পাস করে উক্ত ইনকিউবেশন ও বিজনেস সেন্টার থেকে ডিপ্লোমা কোর্স করে আত্মকর্মসংস্থান যোগ দিবে।”

বহুমুখী প্রতিভার অধিকারী ও নির্মল তারুণ্যের অগ্রদূত শেখ কামাল‌ অনুসরণীয় মন্তব্য করে জুনাইদ আহমেদ পলক আরও বলেন, “শেখ কামাল তরুণদের আধুনিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। শেখ কমাল দেশের যুব-সমাজের কাছে এক অনন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন বলে মনে করেন তিনি।”

এসএ/