ব্যবহারকারীর তথ্য ফাঁস, ক্ষতিপূরণ দিতে হবে গুগলকে


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:৪০ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


ব্যবহারকারীর তথ্য ফাঁস, ক্ষতিপূরণ দিতে হবে গুগলকে
ছবি: সংগৃহীত

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মার্কিন আদালতে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগলকে। আদালতের রায়ে প্রতিষ্ঠানটিকে প্রায় ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ফেডারেল কোর্টে চলা এ মামলায় অভিযোগ ছিল, গুগল দীর্ঘ আট বছর ধরে কোটি কোটি ব্যবহারকারীর মোবাইল ডিভাইস থেকে ডেটা সংগ্রহ করেছে। অথচ অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে ট্র্যাকিং ফিচার বন্ধ রেখেছিলেন।


আরও পড়ুন: বিশ্বব্যাপী হঠাৎ অচল চ্যাটজিপিটি সেবা


বাদীপক্ষের দাবি ছিল, এই তথ্য সংগ্রহ গুগলের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নীতিমালা লঙ্ঘন করেছে এবং এটি সরাসরি ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গের শামিল।


বিচারকরা তিনটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে গুগলকে দায়ী করেছেন। তবে তারা উল্লেখ করেন, গুগল ‘ইচ্ছাকৃত বিদ্বেষ’ দেখায়নি, ফলে কোনো শাস্তিমূলক জরিমানা আরোপ করা হয়নি।


আরও পড়ুন: বাজারে আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জেনে নিন


বাদীপক্ষের আইনজীবী ডেভিড বোইস বলেন, “এই রায় প্রমাণ করেছে, গুগল ব্যবহারকারীদের আস্থা ভেঙেছে। আমরা রায়ে সন্তুষ্ট।”


যদিও প্রাথমিকভাবে ক্ষতিপূরণ হিসেবে ৩১ বিলিয়ন ডলার দাবি করা হয়েছিল, শেষ পর্যন্ত আদালত ৪২৫ মিলিয়ন ডলার ধার্য করেছে।


আরও পড়ুন: ইউটিউব ব্যবহারকারীদের জন্য বড় সুখবর


রায়ের পর গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানান, প্রতিষ্ঠানটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তার দাবি, আদালত গুগলের পণ্যের কার্যপদ্ধতি সঠিকভাবে বোঝেনি।


তিনি বলেন, “আমরা ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে থাকি এবং যখন তারা পার্সোনালাইজেশন বন্ধ করে, আমরা তা সম্মান করি।”


আরও পড়ুন: অতিরিক্ত সিম নিবন্ধিত থাকলে পড়তে পারেন আইনি ঝামেলায়


গুগল আরও দাবি করেছে, যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা সরাসরি ব্যক্তিগত নয়; বরং ছদ্মনামে সংরক্ষিত ও এনক্রিপটেড, যা ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট বা পরিচয়ের সঙ্গে যুক্ত নয়।


২০২০ সালের জুলাইয়ে দায়ের হওয়া এই ক্লাস-অ্যাকশন মামলায় শুরুতে ৯৮ মিলিয়ন ব্যবহারকারী এবং ১৭৪ মিলিয়ন ডিভাইসকে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগে বলা হয়, উবার, ভেনমো ও ইনস্টাগ্রামের মতো বিভিন্ন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছিল গুগল।


এএস