পা ভেঙে হাসপাতালে শিল্পা শেঠি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শুটিংয়ের সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে পা ভেঙেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির।
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় বাঁ পায়ে আঘাত পান অভিনেত্রী। পরে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হলে ডাক্তার জানান, তার পা ভেঙেছে।
ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই। নিজের একটি ছবি শেয়ার করেছেন যাতে তাকে হাসপাতালে দেখা গেছে।
ছবিতে দেখা যাচ্ছে, ভাঙা পায়ে প্লাস্টার লাগিয়ে তার ওপর ক্রপ বেল্ট পরে হুইল চেয়ারে বসে রয়েছেন শিল্পা, যন্ত্রণা সত্ত্বেও মুখে হাসি লেগে রয়েছে তার।
ক্যাপশনে লিখেছেন, ‘‘তারা বলেছিল রোল, ক্যামেরা, অ্যাকশন— ‘পা ভাঙো’। আক্ষরিক অর্থে আমি তাই করেছি। আগামী ৬ সপ্তাহ ক্যামেরার বাইরে থাকতে হবে। খুব শিগগির আরো শক্তি নিয়ে ফিরব।’’
গতকাল শিল্পা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে দেখা যায় তাকে। ওয়েব সিরিজে এ লুকে দেখা যাবে শিল্পাকে।
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ পরিচালনা করছেন রোহিত শেঠি। শিল্পা ছাড়াও এতে অভিনয় করছেন—বিবেক ওবেরয়, সিদ্ধার্থ মালহোত্রা, ইশা প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।
শিল্পা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিকম্মা’। অ্যাকশন-কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করেন সাব্বির খান। গত ১৭ জুন মুক্তি পায় এটি। তা ছাড়াও অমিত সাধের সঙ্গে ‘সুখী’ সিনেমায় দেখা যাবে তাকে।
ওআ/