স্বামীর-স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে যা করবেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


স্বামীর-স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক:দাম্পত্যে ঝগড়া ক্ষতিকর কিছু নয়। বরং অনেক সময় এটি সম্পর্ককে স্বচ্ছ করতে কাজ করে। একসঙ্গে থাকতে গেলে মনোমালিন্য এবং সেই থেকে ঝগড়া হতে পারে। কিন্তু স্বামী-স্ত্রী যখন অনেক বেশি ঝগড়া করে তখন তা দেখতে কুৎসিত লাগে। এতে সম্পর্কও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়।  কয়েকটি বিষয় বা কৌশল মাথায় রাখলে স্বামীর সঙ্গে ঝগড়া অনেকটা হলেও এড়ানো সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক: 

বিরতি নিন

আপনি যদি মনে করেন যে আলোচনাটি উত্তপ্ত হতে চলেছে, তবে বিরতি নিন। ঘর ছেড়ে যান, কিছু পানি পান করুন বা অন্য কাজে মন দিন। এসব একটি রিসেট বোতামের মতো কাজ করবে। আপনি যখন আবার রুমে প্রবেশ করবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে কথা বলবেন, তখন দুজনেই নিজেকে শান্ত করবেন এবং সম্ভবত বন্ধুত্বপূর্ণভাবে কথা বলবেন।

ভুল স্বীকার করেন

আপনার সঙ্গীকে জিজ্ঞেস করুন আপনি কি ভুল করেছেন

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়