মুক্তির ২৪ ঘণ্টা না কাটতেই বন্ধ ‘লাল সিংহ চড্ডা’!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দীর্ঘ ৪ বছরের বিরতি ভেঙে অবশেষে পর্দায় দেখা মিললো বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানের।
বৃহস্পতিবার (১১ আগস্ট) মুক্তি পেয়েছে তার অস্কারজয়ী হলিউডি চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’র হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এই দাবিতে একদল বিক্ষোভকারি জালন্ধরে আমিরের নতুন ছবির প্রদর্শনী বন্ধ করে দেয়।
২৪ ঘণ্টাও পেরোয়নি মুক্তি পেয়েছে ‘লাল সিংহ চড্ডা’। তার মধ্যেই আবারও বিতর্কের ঝড়। পঞ্জাবের জালন্ধরে বন্ধ করে দেওয়া হল ছবির প্রদর্শনী।
সংবাদ সংস্থার খবর, একদল বিক্ষোভকারী সিনেমা হলের সামনে একজোট হয়ে প্রতিবাদ জানান। তাঁদের দাবি, আমিরের এই নতুন ছবি আঘাত করেছে তাঁদের ধর্মীয় অনুভূতিকে।
তবে ছবিটিকে সমর্থন জানাতে এগিয়ে আসে অন্য একটি দল। শিখ সংগঠনের কিছু সদস্য ছবিটির সমর্থনে স্লোগান তোলেন। তাঁদের দাবি, এই ছবিটি এক শিখ ব্যক্তির জীবনকে কেন্দ্র করে নির্মিত। সুতরাং হিন্দু সংগঠন গুলির ছবির প্রদর্শন বন্ধ করার অধিকার নেই।
সংবাদ সংস্থার খবর, বৃহস্পতিবার দ্বারকার এক সিনেমাহলে ছবির প্রদর্শনী চলাকালীন একদল জনতা জোট করে হট্টগোল করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে আমিরের তরফে আসেনি কোনও প্রতিক্রিয়া।
আরএক্স/