সালমান নারীদের ধরে ধরে মারে: সাবেক প্রেমিকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সালমান নারীদের ধরে ধরে মারে: সাবেক প্রেমিকা

বলিউডের ভাইজান সুপারস্টার সালমান খানের সঙ্গে একাধিক নারী ও বলিউড অভিনেত্রীর নাম জড়িয়ে আছে। তাদের মধ্যে একজন হচ্ছেন সোমি আলি। এবার ভাইজানকে নিয়ে বিস্কোরক মন্তব্য করলেন তারই এ সাবেক প্রেমিকে। 

সোমি আলি বললেন, সালমান ‘নারী নিগ্রহকারী, তাঁকে ‘পূজা’করা বন্ধ করতে হবে।’

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি সামাজিক পাতায় সালমানকে নিয়ে একটি বিস্ফোরক পোস্ট শেয়ার করেন সোমি আলি। আর সেখানে প্রাক্তন প্রেমিককে ‘নারী নিগ্রহকারী’, ‘স্যাডিস্টিক সিক’ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে সবাইকে অনুরোধ করেন, তাঁরা যেন সালমানের ‘পূজা’ করা বন্ধ করেন।

সোমি আলির ভাষ্য, ‘নারীদের ধরে ধরে মারে। শুধু আমাকে নয়। আরও অনেকের সঙ্গেই এমন করেছে। দয়া করে ওকে পূজা করা বন্ধ করুন। একটা স্যাডিস্টিক সিক। আপনাদের কোনও ধারণাই নেই।’

টিনএজ ক্রাশ সালমান খানকে বিয়ে করার লক্ষ্যে ১৯৯১ সালে মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ভারতের মুম্বাইয়ে যান সোমি আলি। এক বছর পর সালমানের সঙ্গে তাঁর শুধু সাক্ষাৎই হয়নি, ধীরে প্রেমে জড়ান। মধ্য-নব্বইয়ে বি-টাউনে সালমান-সোমির প্রেম ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু সেই সম্পর্কের অবসান হয় ১৯৯৯ সালে। এরপর সোমি ফিরে যান নিজ দেশ যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রে ফেরার পর সোমি আলি পড়াশোনা শুরু করেন। কয়েক বছর পর একটি সংগঠন গড়ে তোলেন, নাম ‘নো মোর টিয়ার্স’। মানসিক ও শারীরিকভাবে নিগৃহীতদের সাহায্য করে সংগঠনটি। এক সাক্ষাৎকারে সোমি আলি বলেছিলেন, ঐশ্বরিয়া রাইয়ের কারণে সালমানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছিল।

এর আগে প্রকাশ্যে সালমানের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এনেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই।

বর্তমানে বলিউড ভাইজান ইউলিয়া ভানটুরের সঙ্গে সম্পর্কে আছেন বলে বিভিন্ন খবরে প্রকাশ। খান পরিবারের যে কোনও অনুষ্ঠানে হাজির থাকেন এই রোমানিয়ান সুন্দরী।

এসএ/