ফের চমকে দিলেন আলিয়া ভাট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফের চমকে দিলেন আলিয়া ভাট

জুন মাসেই মা হওয়ার খবর দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তখন তিনি দেশের বাইরে নিজের হলিউড ডেবিউ ‘হার্ট অব স্টোন’-এর শুটে। দেশে ফিরেই শুরু করে দিয়েছেন পরের ছবি ‘ডার্লিংস’-এর প্রোমোশন। সম্প্রতি শেষ করেছেন করণ জোহরের পরিচালনায় ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র শুটিং। 

শুক্রবার (২৬ আগস্ট) দু’হাত পেটে রেখে সোজা তাকিয়ে ছবি তুললেন। তা দেখে বোঝায় যাচ্ছে তার প্রসবের দিন এগিয়ে এসেছে। বিয়ের আড়াই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন। তাই বলে আর মাত্র দু’সপ্তাহ পরেই প্রসব? ফের চমকে দিলেন আলিয়া ভট্ট। বিয়ে থেকে সন্তান, পাশাপাশি কেরিয়ার সবই যেন তার চলছে ঝড়ের গতিতে। 

ঝালর দেওয়া স্বচ্ছ গোলাপি পোশাক, তার উপর কালো ওয়েস্টকোট পর হঠাৎ ছবি পোস্ট করেছেন আলিয়া। যার ক্যাপশনে রয়েছে সেই চমক। লিখেছেন, ‘আলো আসছে...ঠিক আর দু’সপ্তাহ পর’! আলিয়ার ছবি দেখে মনে হয় তিনি অন্তঃসত্ত্বা হওয়ার শেষ পর্যায়। স্ফীতোদরের আকার চোখ এড়ানোর নয়। দু’হাত পেটে রেখে ক্যামেরার দিকে সোজা তাকিয়ে এই পোস্টটি করেছেন তিনি। যা থেকে প্রাথমিক অনুমান, তার প্রসবের দিন এগিয়ে এসেছে। অনুরাগীরাও এক ঝলকে ভেবেছিলেন, দু’সপ্তাহের মধ্যেই ভূমিষ্ঠ হবে রণবীর কপুর এবং আলিয়ার প্রথম সন্তান।

তবে ভুল ভাঙবে ভাল করে দেখলেই। হেয়ালি করেই অভিনেত্রী হয়তো একটু নীচের দিকে রেখেছেন আসল খবর। দু’সপ্তাহ পরে সন্তান নয়, আসছে তাদের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত যে ছবিতে প্রথম বার একসঙ্গে দেখা যাবে আলিয়া আর রণবীরকে। সে নিয়েই রোমাঞ্চিত তাঁরা। আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ, ঠিক দু’সপ্তাহের মাথায় ছবিটি মুক্তি পাবে। সেই ইঙ্গিতই দিলেন আলিয়া।

কথা ছিল পরিচালক তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’- ছবিতে প্রথম জুটি বাঁধবেন রণবীর-আলিয়া। পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী। একসঙ্গে ফটোশ্যুটও হয়েছিল। আলিয়া তখন ১১। রণবীরের কাঁধে হাত রাখতে গিয়েই লজ্জায় লুটিয়ে গিয়েছিলেন আলিয়া। ছবিটা শেষ পর্যন্ত তৈরি হয়নি। তবে মুগ্ধতা তৈরি হয়েছিল সেই তখন থেকে। ২০১৩ সালে ‘কফি উইথ করণ’-এর মঞ্চে আলিয়া মেনে নিয়েছিলেন, রণবীর তার ‘ক্রাশ’, এমনকি রণবীরকে বিয়ে করবার ইচ্ছাও প্রকাশ করেছিলেন ভট্ট-কন্যা। সেই সময় ক্যাটরিনার প্রেমে পাগল রণবীর। ২০১৭-য় আলিয়ার স্বপ্নপূরণ হয়। শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। ২০২২-এর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন জুটিতে।

আরএক্স/