দুটো বাসন একসঙ্গে রাখলে ঠোকাঠুকি হবেই: প্রসেনজিৎ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দুটো বাসন একসঙ্গে রাখলে ঠোকাঠুকি হবেই: প্রসেনজিৎ

কাছের মানুষ কে? শুধু নিকট আত্মীরাই কী কাছের মানুষ হতে পারে? নাকি কাছের মানুষ হতে গেলে প্রয়োজন রক্তের সম্পর্ক! নাকি মুখ মুখোশের ভিড়েও চেনা যায়, কাছের মানুষকে? সেসব প্রশ্নের উত্তর দিতে আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টলিউডের বহুল অপেক্ষিত ছবি ‘কাছের মানুষ’।

শুক্রবার (২৬ আগস্ট) প্রকাশ্যে এল দেবের নতুন ছবি ‘কাছের মানুষ’-এর প্রচার-ঝলক। ঢাকের তালে পা মেলালেন দেব-প্রসেনজিৎ।

২০১৭ সালে মুক্তি পায় ‘ককপিট’। প্রযোজক দেবের দ্বিতীয় ছবি। যে ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আর তার পরই গোলমাল হয়ে যায় অনেক কিছু। দেব-প্রসেনজিৎ সম্পর্ক নিয়ে চলে বিস্তর লেখালেখি। শোনা যায়, দুই তারকার সম্পর্কে ফাটল ধরেছে।

কাট টু ২০২২-এ নন্দন। পাশাপাশি বসে দুই তারকা। দেব এবং প্রসেনজিৎ। দু’জনের পোশাকেই রংমিলান্তি। সাদা জামা আর নীল জিন্স। একসঙ্গে হাসছেন, কথা বলছেন, আবার নাচছেন ।  

উপলক্ষ পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কাছের মানুষ’। ২০২২-এর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে যে ছবি। আর এই ছবির মাধ্যমেই দুই নায়ককে বড় পর্দায় একসঙ্গে দেখবেন দর্শক। বৃহস্পতিবার ছিল ছবির প্রচার-ঝলক অনুষ্ঠান। সেখানেই অন্য মেজাজে ধরা দিলেন দুই তারকা।

শুরুতেই নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন সকলের প্রিয় বুম্বাদা। তিনি বলেন, “মিশুক কোনও দিন ছবির প্রযোজক হলে আমাকে যদি যথাযথ পারিশ্রমিকের বিনিময়ে ছবি করতে বলে, আমি না করতে পারব না। দেবও আমার কাছে অনেকটা তেমনই। আমাদের সম্পর্কটা একদম অন্য রকম। দুটো বাসন একসঙ্গে রাখলে ঠোকাঠুকি তো হবেই।”

গল্পের মোড়কে এক সামাজিক বার্তাবাহী ছবি তৈরির চেষ্টা করেছেন পরিচালক। প্রসেনজিৎ এবং দেব ছাড়াও এই ছবিতে দেখা যাবে ইশা সাহা এবং সুস্মিতা চট্টোপাধ্যায়কে। দেব-ইশাকে একসঙ্গে এর আগে ‘গোলন্দাজ’ ছবিতে দেখেছিলেন দর্শক। এই নতুন ছবিতে তারা আবার কতটা নজর কাড়েন, সেটাই দেখার অপেক্ষায় দিন গুনছেন সকলে।

সূত্র: আনন্দবাজার

আরএক্স/