অভিনেত্রী সোনালির ময়নাতদন্তে রহস্যময় তথ্য!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নিজ বাড়িতে সোমবার (২২ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিগ বস তারকা সোনালি ফোগাট।
অভিনেত্রীর পরিবার প্রথম থেকেই দাবি করে আসছে, সোনালি দেবীকে খুন করা হয়েছে। তারা উপযুক্ত তদন্তেরও দাবি করেছিল।
পরিবারের দাবি করা এই তথ্যের ভিত্তিতেই সোনালি ফোগাটের ময়নাতদন্ত হয় এবং রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে জানা গেছে, তার শরীরে ‘অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে’। গোয়া পুলিশ তার মৃত্যুর বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করার পরেই এটি প্রকাশ্যে আসে।
ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক মৃত্যৃ নয় বরং তাকে আঘাত করে খুন করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানা গেছে, সোনালিকে উত্তর গোয়ায় অঞ্জুনা এলাকার সেন্ট অ্যান্টর্নি হাসপাতালে মৃতই আনা হয়েছিল। তখনই একজন পুলিশ কর্মকর্তা বিষয়টিকে সন্দেহের চোখে নিয়েছিলেন।
বুধবার ফোগাটের ভাই রিংকু দাবি করেছিলেন যে অভিনেত্রীকে তার দুই সহযোগী খুন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সোনালির ম্যানেজার সুধীর সাংওয়ান ও বন্ধু সুখিন্দর মিলে খাবারে মাদক মিশিয়ে ধর্ষণ করে হত্যা করেছে।
এ ছাড়া তিনি অভিনেত্রীর দুই সহযোগীর বিরুদ্ধে গোয়া থানায় অভিযোগও দায়ের করেছিলেন। সোনালি দেবীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গোয়া পুলিশ আইপিসির ৩০২ ধারায় একটি হত্যা মামলা নথিভুক্ত করে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে সোনালির লাশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ওআ/