বহিষ্কার হলেন ছাত্রলীগ নেতা মাদক সম্রাট জাহাঙ্গীর সরকার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর: শনিবার (১৮ ডিসেম্বর) ২৫ হাজার পিস ইয়াবা ও মাদক সম্রাট জাহাঙ্গীর সরকারের ব্যবহৃীত একটি প্রাইভেট কার সহ চার জনকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে জাহাঙ্গীর সরকার একজন মাদক কারবারী সে গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।জাহাঙ্গীর সরকার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের ইকবাল সরকারের ছেলে।সে গাজীপুর জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি- আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জরিত থাকার অপরাধে জাহাঙ্গীর সরকারকে বাংলাদেশ ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর ) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
