অভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন

ঢাকাই সিনেমার  এক সময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুল্লাহ সাকী আর নেই। শনিবার (২৭ আগস্ট) দিনগত রাত ১টার জামালপুরে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্র নায়ক ওমর সানি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি সমবেদনা জানান। তিনি লেখেন, “একটা দুঃসংবাদ পেলাম এখন আমার বিখ্যাত ছবি প্রেম গীত ছবির আমার সাথে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকি ভাই গতরাত একটার সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানালো সাকি ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।”

আব্দুল্লাহ সাকীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। এরই মধ্যে তার সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন।

আশির দশকের শেষদিকে ঢাকাই সিনেমার গুণী পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে সিনেমায় আগমন ঘটে আব্দুল্লাহ সাকীর। এরপর ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘প্রেমগীত’ সিনেমার ‘খান বাবা’ চরিত্রটি। এই চরিত্র তাকে সবার কাছে পরিচিত করে তোলে। তবে জীবনের শেষভাগে এসে চলচ্চিত্রে থেকে দূরে ছিলেন তিনি।

ওআ/