‘দর্শক শ্রোতার অনেক ভালোবাসা পেয়েছি’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জীবনে কি করবেন তা নিয়ে কখনোই খুব বেশি দুচিন্তা করেননি। এক রকম হাসি খেলায় তার সঙ্গীত জীবনের শুরু। তবে এখন মোহাম্মদ কামাল দেশের পেশাদার একজন গীটার প্লেয়ার।
নিয়মিত শো করছেন টেলিভিশন ও দেশের বিভিন্ন মঞ্চে। জনপ্রিয় সব গানের সাথে গীটারের সুর যুক্ত করছেন বিভিন্ন রেকর্ডিং ষ্টুডিওতে। কুড়িয়েছেন শ্রোতা ও গুণীজনদের প্রশংসা। গুনি এই মিউজিশিয়ান কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বেগম রোকেয়া সম্মাননা।
কামাল বলেন, ক্যারিয়ারের শুরুতে আমি খুব বেশি সিরিয়াস ছিলাম না। যখন দেখেছি আমার প্রতি শ্রোতা আস্থা রাখছে তখন থেকেই দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন জীবন মানেই মিউজিক, মিউজিক মানেই জীবন।
মোহাম্মদ কামাল এখন গীটার হাতে ঘুরে বেড়াচ্ছেন পুরো দেশ। প্রগতিশীল এই তরুণ সঙ্গীত প্রেমী মিউজিকের সাথে সন্ধি করেই চলতে চান জীবনের বাকিটা দিন।
আরএইচ/