একটি ভুলের পরিনতি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


একটি ভুলের পরিনতি

‘আসুন আমরা দেশের সম্পদ বাচাই অবৈধ গ্যাসের লাইন থেকে দূরে থাকি’ এ প্রতিপাদ্যে তিতাস গ্যাসের উদ্যোগে এবার নির্মাণ করা হচ্ছে সচেতনতামূলক নাটক ‘একটি ভুলের পরিনতি’। 

জানা গেছে, নাটকটি আগামী ৩ সেপ্টেম্বর সন্ধা ৬ টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করছেন আশরাফ শিশির। নাটকটির গল্প লিখেছেন ইমরান হোসেন মিশু। 

এছাড়াও নাটকটিতে অভিনয় করছেন আয়নুল পুতুল, সাব্বির আহমেদ, জাহিদ হোসেন,  আসাদুর জামান মিলন, সজীব আহমেদ. সঞ্জিত দত্ত, সাবিনা রনি জুবায়ের খান, মানহা জামান রাজকন্যাসহ আরও অনেকে। 

নাটকটি নির্মাণ করছে বিলাসী মাল্টিমিডিয়া।

আরএইচ/