‘বিগ বস’-এর অতিথি নুসরাত!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘বিগ বস’-এর অতিথি নুসরাত!

একের পর এক অভিনেতা পাড়ি দিচ্ছেন মুম্বইয়ে, স্বামীর পর এ বার স্ত্রী। যশ মুম্বইয়ে কাজ করতে আগেই চলে গিয়েছেন। এ বার সালমন খানের ‘বিগ বস’ হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন নুসরাত।

নুসরাত জাহান মানেই বিতর্ক। আর বিতর্কিত শো বললে প্রথমেই মনে আসে ‘বিগ বস' হাউসের কথা। এ বার দুই বিতর্কই এক হতে চলেছে।

অন্য দিকে এই মুহূর্তে যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন মায়ানগরীর দিকে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে। শোনা যাচ্ছে, নুসরত-ঘনিষ্ঠ আরও এক টলি অভিনেত্রী অভিনয় করতে চলেছেন আলি ফজলের সঙ্গে। একের পর এক টলি অভিনেতাদের মুম্বই পাড়ি, টলিপাড়ায় এ কি কোনও অশনি সংকেত?

অভিনেত্রীর পাশাপাশি তিনি বসিরহাট কেন্দ্রের সাংসদও বটে। বিগ বস হাউসে যাওয়া মানেই বেশ অনেক দিনের বিষয়। তখন কেন্দ্রের দায়িত্ব কে সামলাবে? আবার বাড়িতে রয়েছে একরত্তি ঈশানও। সব দিকটা কী ভাবে সামলাবেন নুসরাত।  

সূত্র: আনন্দবাজার

আরএক্স/