তামিল গায়ক বাম্বার মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


তামিল গায়ক বাম্বার মৃত্যু

তামিল প্লেব্যাক গায়ক বাম্বা বাক্য আর নেই। শুক্রবার (০২ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

জানা গেছে, হার্ট অ্যাটাকের চিকিৎসা করাচ্ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থবোধ করায় তাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন।

তামিল ভাষার অনেক জনপ্রিয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে থালাপতি বিজয়ের ‘সরকার’ সিনেমার ‘সিমতাঙ্গারান’, ‘বিগিল’ সিনেমার ‘কালামে কালামে’ এবং রজনীকান্তের ‘টু পয়েন্ট জিরো’ সিনেমার ‘পুলিনাঙ্গাল’ গানগুলো উল্লেখযোগ্য। 

বিখ্যাত সুরকার এ আর রহমানের সাথে কাজ করেছেন বাম্বা। সর্বশেষ মণি রত্নম পরিচালিত ‘পন্নিয়িন সেলবান’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। এ আর রহমানের সুরে ‘পন্নি নাধি’ গানটি গেয়েছেন তিনি।

আরএইচ/