মাধুরী দীক্ষিতকে ছেঁটে ফেলছে নেটফ্লিক্স!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মাধুরী দীক্ষিতকে ছেঁটে ফেলছে নেটফ্লিক্স!

বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত। বয়স ৬০ হতে আর মাত্র বছর পাঁচেক বাকি। তবে এখনও লাখো ভক্তের ঘুম কেড়ে নেয় তার রূপ লাবণ্য।

বলিউড সূত্রে খবর, নেটফ্লিক্সে চলতি বছরে যে সমস্ত ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার কথা রয়েছে, সেই তালিকা থেকে মাধুরী দীক্ষিত অভিনীত ‘দ্য ফেম গেম’-এর পরবর্তী পর্ব বাতিল করে দেওয়া হয়েছে।
 
মাধুরী দীক্ষিতের ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এর দ্বিতীয় পর্ব বাতিল হওয়ার গুঞ্জন। বলিউডের বিভিন্ন সূত্রের খবর, নেটফ্লিক্সের তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই সিরিজকে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও পক্ষ থেকেই এর সত্যতা জানা যায়নি। চলতি বছরের শেষে ‘দ্য ফেম গেম’-এর সিজন ২ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শ্যুটিং শুরুর আগেই তা বাদ যাওয়ার জল্পনা।

গত ফেব্রুয়ারি মাসে এই সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল। বছর তিনেক পর কামব্যাক করেছিলেন মাধুরী দীক্ষিত। ওটিটি পর্দায় প্রথম। তাঁর সঙ্গে ‘দ্য ফেম গেম’-এ অভিনয় করেছিলেন সঞ্জয় কপূর, মানব কল, সুহাসিনী মুলায়, লক্ষ্মবীর সরনরা। মাধুরীকে কেন্দ্র করেই সিরিজের আটটি এপিসোডের গল্প আবর্তিত হয়েছিল। মাধুরী হয়েছিলেন সুপারস্টার অনামিকা আনন্দ। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। কিন্তু কেন পরবর্তী পর্ব চাইছে না নেটফ্লিক্স? কারণ স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, দ্বিতীয় পর্বের গল্প কিংবা প্রযোজনা সংস্থার বাজেট নেটফ্লিক্স কর্তৃপক্ষের মনোমতো হয়নি। সেই কারণেই সিরিজটিকে বাতিল করা হয়েছে বলে সূত্রের দাবি।

সূত্র: আনন্দবাজার

আরএক্স/