কর্ণফুলী বাঁচলেই চট্টগ্রাম ও দেশ বাঁচবে: চসিক মেয়র


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কর্ণফুলী বাঁচলেই চট্টগ্রাম ও দেশ বাঁচবে: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, কর্ণফুলী বাঁচলেই চট্টগ্রাম বাঁচবে, চট্টগ্রাম বাঁচলেই দেশ বাঁচবে। চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের অর্থনীতির হৃদপিন্ড। কর্ণফুলীকে বাঁচাতে হলে নগরীকে পলিথিনমুক্তসহ সকল আবর্জনা পরিস্কারে নগরবাসীকে নাগরিক দায়িত্ব পালনে ব্রত নিতে হবে। নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা গেলে দেশব্যাপী এর প্রভাব পড়বে।

যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। এই স্লোগানকে ধারণ করে এ্যাড ভিশন নগরীতে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান ২০২২ ও জনসচেতনতা সৃষ্টির যে উদ্যোগ গ্রহণ করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মুখে এ্যাড ভিশন’র মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচীর উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম নুরজাহান, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, এ্যাড ভিশন’র সভাপতি মো. মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, এড. কামরুল ইসলাম, হাসান মাসুদ, মো. আইয়ুব, মহিলা সম্পাদিকা সাথী কামাল, নাসরিন তমা, স.ম জিয়াউর রহমান, রাজনীতিক আলহাজ্ব সিরাজুল ইসলাম, কালিম শেখ, সংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।

এসএ/