সুপারস্টার সিংগারের বিজয়ী মোহাম্মাদ ফাইজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতীয় গানের রিয়েলিটি শো ‘সুপারস্টার সিংগার সিজন টু’-এর বিজয়ী হয়েছেন মোহাম্মাদ ফাইজ। ‘ইন্ডিয়ান আইডল ১৪’-এর রানার আপ অরুণিতা কাঞ্জিলালের টিমের সদস্য ছিলেন তিনি।
রাজস্থানের জয়পুরের ছেলে ফাইজ। সুরেলা কণ্ঠে শুরু থেকেই দর্শক শ্রোতাদের মন জয় করেছেন। অনেকেই ধারণাও করছিলেন, এবারের বিজয়ীর ট্রফি উঠবে ১৪ বছর বয়সী ফাইজের হাতে। বিজয়ী হিসেবে ট্রফির পাশাপাশি তিনি পেয়েছেন ১৫ লাখ রুপির পুরস্কার।
মোহাম্মাদ ফাইজ বলেন, ‘আমার বাড়ির সবাই খুব খুশি। বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সবাই আনন্দে কেঁদে ফেলে। আমার মতো তাদেরও এই খবর বিশ্বাস করতে সময় লেগেছে। আমার নাম ঘোষণা হওয়ার পর মামা আমাকে কোলে করে স্টেজে নিয়ে আসে। বাবা কাজের জন্য বাইরে থাকে, ফোনে কথা বলেছি। আমার মা আর বোনেরাও খুব খুশি। আমার এটাই ভালো লাগছে যে আমি তাদের গর্বিত করতে পেরেছি।’
‘সুপারস্টার সিংগার সিজন টু’-তে প্রথম রানার আপ হয়েছে ধরমকোটের মানি। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ রুপি। অন্য ফাইনালিস্টরা হলেন— প্রাঞ্জল বিশ্বাস, সায়শা গুপ্তা, আর্যনন্দা আর বাবু ও ঋতুরাজ।
এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে ছিলেন হিমেশ রেশমিয়া, অলকা ইয়াগনিক ও জাভেদ আলী।
আরএইচ/