খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ ছিলেন: শাকিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর খবর পেয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান ছুটে গেছেন হাসপাতালে।
এ সময় শাকিব খান বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন যে মানুষগুলোর নাম উচ্চারিত হবে তার মধ্যে একজন গাজী মাজহারুল আনোয়ার চাচা। মুক্তিযুদ্ধ, দেশপ্রেম বা চলচ্চিত্র-সব ঘরানার গান তিনি রচনা করেছেন। কোন অঙ্গনে তার পদচারণা নেই, কোন অঙ্গনে সফলতা পাননি তিনি?’
শাকিব বলেন, ‘আমার খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ ছিলেন গাজী মাজহারুল আনোয়ার চাচা। ব্যক্তিজীবনে খুব ভালো মানুষ ছিলেন তিনি। তাকে সবসময় পাশে পেয়েছি। ওনার বিদায়ে যে শুন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।’
শাকিব খান বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার এমন একজন ব্যক্তিত্ব, কিংবদন্তি-যার সিনেমায় অভিনয় করার সুযোগ পাওয়া সত্যি খুব আনন্দের। কিন্তু আমি আর সেই সুযোগ পেলাম না। এই আফসোসটা আমার রয়েই গেলো।’
আরইএচ/