সেরা ধারাবাহিকের পুরস্কার পেল ‘ব্যাচেলর পয়েন্ট’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সেরা ধারাবাহিকের পুরস্কার পেল ‘ব্যাচেলর পয়েন্ট’

ব্যাচেলর পয়েন্টটি ধারাবাহিকটি দর্শক জরিপে সেরা ডিজিটাল মিডিয়া ড্রামা অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। লাক্স তারকা শানারেই দেবী শানু ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের হাতে সেরার পুরস্কার তুলে দেন।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। বাংলাভাষী দর্শকদের নিকট এই ধারাবাহিক নাটকটি বেশ জনপ্রিয়।


দর্শকপ্রিয়তার কারণে ধারাবাহিকটির চতুর্থ সিজন চলছে।

এ ছাড়াও এই বিভাগে সেরা ওয়েব সিরিজ নির্বাচিত হয়েছে ‘তাকদীর’। বাংলাদেশ থেকে চতুর্থ হইচই অরিজিনাল ‘তাকদীর’ মুক্তি পায় ২০২০ সালের ১৮ ডিসেম্বর। এটি বাংলাদেশ ও ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসা পায়। সিরিজে চঞ্চল চৌধুরী এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন। নিজের ফ্রিজার ভ্যানে তিনি পান একটি রহস্যময় মরদেহ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড যৌথভাবে আয়োজন করে ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১’।

অনুষ্ঠানে দর্শকপ্রিয়, সমালোচক ও একক ক্যাটাগরিতে মোট ৩১টি সাব-ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।  

আরএইচ/